Bangla Rose Day SMS Welcome to our website. Bangla Kiss Day SMS On this rose day, you can greet your loved one with a sweet rose day SMS from our website. Rose is the queen of flowers and red rose is the symbol of love. This red rose will make your love stronger. Bangla Good Night Shayari He will be very happy if you greet your loved one with SMS. Bengali Sad Shayari We have presented these loving rose day SMS in front of you. Bangla Hug Day SMS Our website rose day SMS is very new and different from other websites. Bangla Promise Day SMS We update these SMS every day and present them to you in a new way. This Post Search on Google & Facebook
bangla shayari rose day
গোলাপ দেখতে
অনেক সুন্দর কিন্তু
এতে আছে কাটা
তেমনি ভালোবাসা
অনেক সুন্দর কিন্তু
এতে আছে যন্ত্রনা।।।
“Happy Rose Day”
💚💚💚💚💚💚💚💚💚💚
পৃথিবীর সবথেকে সুন্দর ফুল হলো গোলাপ ফুল
গোলাপ দিয়ে তাই তোমার ভাঙ্গাই আমি ভুল…..
পালন করলাম Rose Day দিয়ে গোলাপ ফুল…..
কোন দিনও আর আমাকে বুঝবে নাকো ভুল….
** Happy Rose Day **
💚💚💚💚💚💚💚💚💚💚
ফুটপাথ ঘেঁষা
বেলুন গাড়ি
আর একগুচ্ছ
গোলাপ দিতে পারি…
Happy Rose Day •
💚💚💚💚💚💚💚💚💚💚
একগুচ্ছ
গোলাপের শুভেচ্ছা
আর সঙ্গে ভালোবাসা
Happy Rose Day •
💚💚💚💚💚💚💚💚💚💚
ভালোবাসা একটি গোলাপ
যেটা সবাই কাছ থেকেই
আলাদা করতে চাই
আমি শুধু এই গোলাপ
ভালোবাসা দিয়ে
স্পর্শ করতে চাই।
* Happy Rose Day *
💚💚💚💚💚💚💚💚💚💚
তুমি আমার স্বপ্নের গোলাপ…..
তুমি আমার হাসির গোলাপ…..
তুমি আমার হৃদয়ের গোলাপ…
তুমি আমার জীবনের গোলাপ…
* Happy Rose Day *

💚💚💚💚💚💚💚💚💚💚
তোর মায়াবী চোখের টানে
হারিয়ে গেছি আমি
গোলাপ দিবসের দেব উপহার
লাল গোলাপ আর মিষ্টি একটা হাসি…
* Happy Rose Day *
💚💚💚💚💚💚💚💚💚💚
দুষ্টুমি নয় really
ফাজলামি নয় seriously
ধোকা নয় সত্যিই
History নয় বাস্তবতা
অন্য কাউকে নয় তোমাকে বলছি।।
“”” Happy Rose Day “””
💚💚💚💚💚💚💚💚💚💚
তুমি আমার কাছে
সব থেকে বিশেষ
যেমন ফুলেদের মধ্যে
গোলাপ বিশেষ।।।
Happy Rose Day
💚💚💚💚💚💚💚💚💚💚
জীবনের একঘেয়েমি তখনই কাটে
যখন কেউ এসে ভালোবাসার টানে
দুটো হাত বাড়িয়ে দেয় তোমার দিকে
প্রেম দিবসে আমার কাছে কেউ আসবে
বলে কথা দিয়েছে………..।।।
* Happy Rose Day *
💚💚💚💚💚💚💚💚💚💚
সবাই বলে আমি নাকি তোমার
ভালবাসায় পাগল হয়ে গেছি
আমি বলি ভালোবাসায় যদি
পাগলামিই না থাকলো……
তাহলে সেটা ভালোবাসা হল কোথায়।।।
* Happy Rose Day *

💚💚💚💚💚💚💚💚💚💚
ভালোবাসা বুকের ভেতর হয়েছে নিশ্বাস
তোমার প্রেমে বেঁচে আছি এইতো বিশ্বাস
জান আমার জান…..
তুমি আমার প্রানের মাঝে প্রান…..….।।
“”” Happy Rose Day “””
💚💚💚💚💚💚💚💚💚💚
মন হয়েছে বেখেয়ালি
ফাগুনী পবনে
নতুন পাতায় রং লেগেছে
সবুজের বনে
ফাগুন বেলায় মন যে মাতাল
বন্ধু আছে কই
বসন্তের এই দিন গুলিতে
একলা বসে রই।।।।
* Happy Rose Day *
Also Read
💚💚💚💚💚💚💚💚💚💚
তোমার জন্য পথ চেয়ে থাকে
কবিতায় ভরা প্রাণ
তোমাকেই ভেবে মন গহীনে
খেলা করে অভিমান….।।।
“” Happy Rose Day “”
💚💚💚💚💚💚💚💚💚💚
হাতে হাত রেখে সারাটা জীবন
কাটিয়ে দিতে পারি শুধু তুই
একবার কথা দেই এই হাত ছেড়ে
কোনদিন যাবে না।
* Happy Rose Day *
bangla rose day pic

💚💚💚💚💚💚💚💚💚💚
চাঁদ চায় পৃথিবী
শিশু চায় খেলনা
আমি চাই তোমাকে
কেন তুমি বোঝনা।।
Happy Rose Day
💚💚💚💚💚💚💚💚💚💚
ফুলের মতো দেখতে তুমি
চাঁদের মতো হাসি
সত্যি করে বলছি আমি
তোমায় ভালোবাসি।
*Happy Rose Day*
💚💚💚💚💚💚💚💚💚💚
বৃষ্টির নেশাতে
মন চায় হারাতে
সব সীমা ছাড়িয়ে
চাই আমার মন
তোমাকে।। “”” Happy Rose Day “””
💚💚💚💚💚💚💚💚💚💚
তুমি হয়তো নিজেকে নিয়ে
আজও অনেক খুশি
কিন্তু আমি নিজের খুশি
তোমার মধ্যেই খুঁজি।
* Happy Rose Day *
💚💚💚💚💚💚💚💚💚💚
আমার ভালো লাগা গুলো
তুমি যদি একবারের জন্যও
বোঝার চেষ্টা করতে তাহলে
এতদিনে তুমি হয়তো আমায়
ভালোবেসে ফেলতে।।।।
* Happy Rose Day *
💚💚💚💚💚💚💚💚💚💚
আমি জানিনা তোমার ভালোবাসা কার জন্য
আমি জানিনা তুমি কাকে পেলে খুশি
আমি জানিনা তোমার মন কাকে চায়
শুধু এটাই জানি আমি শুধু চেয়েছি তোমায়।।
* Happy Rose Day *
💚💚💚💚💚💚💚💚💚💚
চন্দ্র মাসে সূর্য হাসে
তুমি কেন হাসো না
তোমায় আমি ভালোবাসি
কেন তুমি বোঝনা।।।।
* Happy Rose Day *
💚💚💚💚💚💚💚💚💚💚
এই ভালোবাসা দিবসে বলবোনা
একবার ভালোবাসি
চোখের ভাষায় বুঝে নাও
কি আমি কতটা আমি
*Happy Rose Day*
💚💚💚💚💚💚💚💚💚💚