Bangla Republic Day SMS Wishes In Bengali Status

Bangla Republic Day SMS Republic Day is a day of pride for every Indian. On this day we Indians get the constitution of our largest state. Republic Day on 26th January is celebrated with great joy by all Indians. On this day you can share Republic Day SMS on our website to people close to you. That is why we have presented to you this Republic Day SMS. Bangla friendship day SMS This day is celebrated by all Indians in schools, colleges, and various educational institutions and places. Bangla Kiss Day SMS This Post Search on Google

republic day status in Bengali

প্রজাতন্ত্র দিবসের অনেক
অনেক শুভেচ্ছা…..
সকল গর্বিত ,
ভারতীয়দের উদ্দেশ্যে।।।।

 

সব ভারতবাসীরা এক হও
কেবলমাত্র তখনই ভারতবর্ষ হয়ে উঠবে।
সকল দেশের সেরা……
**শুভ প্রজাতন্ত্র দিবস**

 

যে নিজের দেশকে
নিজের মাতৃভূমিকে
ভালবাসতে পারে না
তার সমস্ত শিক্ষায় বৃথা।।।
*শুভ প্রজাতন্ত্র দিবস*

 

যেমনভাবে তুমি তোমার
মা-বাবাকে সম্মান করো
তেমনভাবেই স্বাধীন ভারতের
সংবিধানকেও শ্রদ্ধা করো।।।
*শুভ প্রজাতন্ত্র দিবস*

  

*শুভ প্রজাতন্ত্র দিবস*
আসুন ভারতের প্রকৃত
বীরদের স্মরণ করি
যিনি আমাদের স্বাধীনতা
আমার জন্য তাদের জীবন
উৎসর্গ করেছিলেন।।।।

  

এমন এক সুন্দর দেশের অংশ হতে
পেরে আমি গর্বিত। তাই দেশের এই
প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক
শুভেচ্ছা রইল।।। *শুভ প্রজাতন্ত্র দিবস*

 

bangla republic day sms
bangla republic day sms

আসো দেশের সম্মান করি
সম্মান করি আমাদের জন্মভূমি
সম্মান করি সেই সমস্ত শহীদদের
যারা আমাদের দিয়েছে স্বাধীনতা।।
*শুভ প্রজাতন্ত্র দিবস*

  

গর্বিত হন যে আপনি
একজন ভারতীয় কারণ ,
ভাগ্যবান তারা যারা এই
মহান দেশে জন্মগ্রহণ করেছে।।
*শুভ প্রজাতন্ত্র দিবস*

  

যাদের রক্ত আমাদেরকে স্বাধীনতা
দিয়েছে তাদের সম্মান জানানোর
সবচেয়ে ভালো উপায় দেশের প্রতি
সন্মান দেখানো এবং নিজের
নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা।।
*শুভ প্রজাতন্ত্র দিবস*

republic day shayari in bengali

হিংসা তে হয় শুধু ক্ষয়
প্রেমেতে করো বিশ্বজয়
সত্য পথে নেই কোন ভয়
মিথ্যা তে থাকে সংশয়
হিংসা তে যে হাত মেলায়
হবে সর্বদা তার পরাজয়
সৃজন করো নবচেতনা
একনিষ্ঠ ভাবে করি আজ
ভারত মাতার শুভকামনা।।
*শুভ প্রজাতন্ত্র দিবস*

ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ
এক সকল দেশের সেরা
সে যে স্বপ্ন দিয়ে তৈরি
সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও
খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে
যে আমার জন্মভূমি।।।।
** শুভ প্রজাতন্ত্র দিবস **

 

ভারতবাসী হিসেবে একটা
কথা মনে রাখা উচিত
নাগরিক হিসাবে তাদের
যেমন অধিকার আছে
তেমনি কিছু কর্তব্য আছে।।।
“”” শুভ প্রজাতন্ত্র দিবস “””

 

দেশের শ্রেষ্ঠত্ব প্রেম
আত্মত্যাগে রয়েছে
যা জাতিকে অনুপ্রাণিত করে।।।
“”””শুভ প্রজাতন্ত্র দিবস”””””

 

দেশ প্রেম ধর্ম এবং
দেশ প্রেমই হলো
ভারতের জন্য ভালোবাসা।।।
*শুভ প্রজাতন্ত্র দিবস*

  

স্বরাজ আমার জন্মগত অধিকার
আমি তা অর্জন করব।।।।
*শুভ প্রজাতন্ত্র দিবস*

 

পূজা ঈদ ক্রিসমাস হোলির মধুর আগমনে
সবার মনে ছড়ায় খুশি মিলন আলিঙ্গণে
মনেপ্রাণে নীল সবার কোথাও নেই এমন আর
খ্রিস্টান শিখ মুসলমান এখানে সবাই সমান।।
“””””””শুভ প্রজাতন্ত্র দিবস””””””””

  bangla republic day quotes in bengali

ধন্য আমার দেশ পুণ্য আমার দেশের মাটি
আমার জন্মভূমি ভাই সবার চেয়ে খাঁটি
সারাজনম যাক না চলে হাসিমুখে
শুধু ভারত মাতার জয় জয় বোলে।।।।
””””””’শুভ প্রজাতন্ত্র দিবস”””””””

  

২৬ শে জানুয়ারি ১৯৫০ সাল
ভারতে এসেছিল এক নতুন সকাল
যে ভারতের ছিল না কোনো স্মৃতি
সে ভারত পেল ঐদিন তার পরিচিতি
আজকের দিনটি মহান সবার কাছে
কুচকাওয়াজ অনুষ্ঠিত দিল্লির রাজপথে।।।
**শুভ প্রজাতন্ত্র দিবস****

  

নিজেকে কখনো তুচ্ছ ভেবোনা
আসুক যতই বাঁধা থেমে যেওনা
কোন অপরাধ কে প্রশ্রয় দিও না
এতোটুকুই আজ দিতে পারি সান্ত্বনা।।
*শুভ প্রজাতন্ত্র দিবস*

  

একটি জাতির সংস্কৃতি বসবাস করে
মানুষের হৃদয় এবং আত্মার মধ্যে।।
** শুভ প্রজাতন্ত্র দিবস **

  

ভেদাভেদ ভুলে আজ এক নতুন
দেশ গড়ার শপথ নেওয়া যাক
যেখানে ধর্মান্ধতার নামক কোন
ঘৃণার স্থান নেই……,
ভালোবাসায় হবে আমাদের একমাত্র ধর্ম।।।
“””””””’শুভ প্রজাতন্ত্র দিবস””””””””

republic day bangla sms
republic day bangla sms

একজন গুজরাটির মতন করে কাজ করো
একজন রাজস্থানির মতন করে খাও
একজন বাঙ্গালীর মতন করে গাও
একজন পাঞ্জাবির মতন করে নাচো
একজন কাশ্মীরের মতন করে হাসো
এবং সবসময় একজন ভারতীয় হওয়ার
জন্য গর্ব বোধ করো।।।।।
“”””””শুভ প্রজাতন্ত্র দিবস”””””””

republic day poem in bengali

তোমার সন্মান তখন বাড়বে যখন তুমি
বিদেশে গিয়ে নিজের দেশের
সম্মান বাড়াতে পারবে।
এবং গর্ব করে বলতে পারবে……..
“””আমি একজন ভারতীয়”””
**শুভ প্রজাতন্ত্র দিবস**

এখনো যারা ঘুমিয়ে আছো জেগে ওঠা তারা
আমাদের জন্মভূমির তোমাদের প্রয়োজন
কারণ তুমি পৃথিবীর সর্ববৃহৎ প্রজাতন্ত্রের অংশ
আজ হলো সেই দিন যেদিন আমরা
পেয়েছিলাম আমাদের সংবিধান…..
আজ যে প্রজাতন্ত্র দিবস।।।।।
“””””””””শুভ প্রজাতন্ত্র দিবস””””””””

     

একটাই দেশ আমাদের নানা ভাষা ভাষী
এক জাতি আর এক প্রানেতে ভালোবাসি
সবার সেরা দেশ আমাদের অনেক মহিমা
হিমালয় যে পিতা সবার গঙ্গা সবার মা
শান্তি ত্যাগ আর অহিংসার পূজারী দেশবাসী
সুখে-দুখে সবাই থাকে সবার পাশাপাশি
দিন শুরু হয় আজানেআর সন্ধ্যা নামে ভজনে
পূজা ঈদ ক্রিসমাস আর হোলির আগমনে
সবার মনে ছড়ায় খুশি মিলন আলিঙ্গনে
ভারতবাসী আমরা সবাই কখনো ভুলে না যাই
সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।।।।
***শুভ প্রজাতন্ত্র দিবস***

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *