Bangla Love SMS Text Today we have organized love SMS on this website to keep your love lasting in the mind of the person you love with love-filled SMS or Bengali Love Shayari. SMS on our website is completely new and most different. The SMS on our website is very nice to express your love to the person you love. If you share these SMS full of love with your loved one, your love will be deeper and deeper. We have come up with similar loving SMS on our website. Which you will like 100% Google
Bangla love SMS Text
উপকার করতে না পারি,
খতি করবো না !
কাছে থাকতে না পারি,
দূরে যাব না !
মনে রাখতে না পারি,
ভুলে যাব না !
ভালোবাসতে না পারি,
ঘৃণা করবো না !
আপন করতে না পারি,
পর করবো না !
💙💙💙💙💙💙💙💙💙
মানুষ মৃত্যু থেকে
বাঁচার চেষ্টা করে ,
জাহান্নাম থেকে নয় !!
অথচ
মানুষ চেষ্টা করলে ,
জাহান্নাম
থেকে বাঁচতে পারে !
মৃত্যু থেকে নয় !!
💙💙💙💙💙💙💙💙💙
বৃষ্টি আমার হাসি, বৃষ্টি আমার প্রান
বৃষ্টি আমার ছোট্ট মনের নীরব অভিমান
বৃষ্টি আমার মনের মাঝে রিমঝিম ঝরে
তাইতো জান বারে বারে তোমায় মনে পড়ে ।
💙💙💙💙💙💙💙💙💙
মনের মায়া বড় মায়া, আমি সেটা বুঝি,
তাইতো আমি বারে বারে, শুধু তোমায় খুঁজি,
ভালো যদি বেসে থাকো, কাছে আমার আসো,
আগেরই মতো করে আমায় ভালোবাসো।
💙💙💙💙💙💙💙💙💙
বন্ধু আমার জানের জান
SMS শুধু পড়তে চান,
লিখতে গেলে মন আনচান
ব্যালেন্স নিয়ে শুধু টেনশান,
এই করে শুধু টাকা বাচান,
কিপটামী ছেড়ে SMS পাঠান!
bangla sad love text sms
নরমাল হাতের সুইট লেখা।
বন্ধু আমি ভারী একা।
চাঁদের গাঁয়ে জোসনা মাখা,
মনটা আমার ভিষন ফাঁকা।
ফাঁকা মনটা পূরণ করো,
একটু আমায় স্বরন করো।
💙💙💙💙💙💙💙💙💙
পেপসি, কোলা, লেমন
বন্ধু তুমি কেমন?
চিড়া, মুড়ি, খই
বন্ধু তুমি কই?
💙💙💙💙💙💙💙💙💙
আমি মেঘের মতো
চেয়ে থাকি,
চাঁদের মতো হাসি,
তারার মতো জ্বলে থাকি,
বৃষ্টির মতো কাঁদি,
দূর থেকে বন্ধু আমি
শুধু তোমার কথা ভাবি।
💙💙💙💙💙💙💙💙💙
গোলাপ ফুল তুলতে গিয়ে,
হাতে ফুটল কাঁটা,
বন্ধুর কথা হয়ে পড়লে
প্রানে লাগে ব্যাথা।
💙💙💙💙💙💙💙💙💙
একজন প্রকৃত প্রেমিক শত শত
মেয়েকে ভালোবাসে না,
বরং সে একটি মেয়েকেই শত
উপায়ে ভালোবেসে থাকে।
💙💙💙💙💙💙💙💙💙
সবাই বলে,
আমি ভালোবাসি কাকে ?
কেউ বলে না,
কে ভালোবাসে আমাকে ??
আমি ভালোবাসি,
সৃষ্টির সব সুন্দর কে ….
but হৃদয়ে জায়গা দেবো তাকে,
যে ভালোবাসবে আমাকে ……..
bangla love sms
তোমার এসএমএস পেয়ে আমার হৃদয়ে উঠেছে ঝংকার….
কখন তুমি দেখবে দেখা মন কাঁদছে বারবার।।।
💙💙💙💙💙💙💙💙💙
স্বপ্নে দেখা এক রাজকন্যা আমায় পাগল করেছে…
তার একটি চুমায় হৃদয় আমার চৌচির হয়েছে।।।
💙💙💙💙💙💙💙💙💙
ওগো আমার প্রাণের শরীর একটি বার দেখা দাও..
দিলাম তোমায় SMS এবার প্রাণ আমার জুরাও।।।
💙💙💙💙💙💙💙💙💙
শুধু তুমি আমি প্রেম করিনি প্রেম করে সকলে
এই পৃথিবীটা ঘুরছে প্রিয়ে প্রেমের মন্ত্র বলে।।।
💙💙💙💙💙💙💙💙💙
তুমি আমার দিনের সূর্য পূর্ণিমার চাঁদ
চির আপন হবে তুমি এই মোর মনের সাধ।।
💙💙💙💙💙💙💙💙💙
প্রেম নদীতে প্রবল ঢেউ সাঁতার দেবে কেমন করে?
SMS কে নওগাঁ বানাও সহজেই আসবে এপারে।।
💙💙💙💙💙💙💙💙💙
মোর দেহটাই আছে শুধু নেইকো দেহে প্রাণ
যখন আসে এসএমএস তখন জাগে মনে কলতান।।
💙💙💙💙💙💙💙💙💙
উঠল বেজে টেলিফোন দৌড়ে যাই এগিয়ে
নিশ্চয়ই তুমি ডাক দিয়েছো এই আশা নিয়ে।।।
💙💙💙💙💙💙💙💙💙
কে চলেছ দুলিয়ে বেনি তুমি কাদের দুলালী
রূপের বহর দেখিয়ে আমার মনটি মজালি।।।
💙💙💙💙💙💙💙💙💙
বলার ছিল অনেক কথা লজ্জায় বলতে পারি নাই
তাইতো এসএমএস দিয়ে তোমায় আবার পেতে চাই।
💙💙💙💙💙💙💙💙💙
কেমন করে জানলে তুমি আমার মনের কথা
নামলে সন্ধ্যা আসবো আবার তোমার সাথে কথা।।
💙💙💙💙💙💙💙💙💙
কলঙ্কের কালি যেমন মেখেছে আকাশের চাঁদ
আমার গায়ের হিন্দু খালি তোমার প্রেমের ফাঁদ।।।
💙💙💙💙💙💙💙💙💙
ডাকছে কোকিল প্রেমের আগুন হুহু করে জ্বলে
দাঁড়িয়ে আছি সারাক্ষন আমি তুমি আসবে বলে।।
💙💙💙💙💙💙💙💙💙
Bangla love SMS for girlfriend
আমার পানে চেয়ে তুমি প্রথম হেসেছিলে
হাতটি ধরে জোসনা রাতে প্রেমে ভাসিয়েছিলে।।
💙💙💙💙💙💙💙💙💙
আমি চলতে গিয়ে থমকে গেছি তোমার দিকে চেয়ে
বিয়ে আমি করবো তোমায় বসবই তোমার বাসায় গিয়ে।।
💙💙💙💙💙💙💙💙💙
চাঁদ উঠেছে ফুল ফুটেছে ফুটেছে হাজার ফুল
আসবে বলে এল না সে পাইনা ভেবে কোন কুল।।
💙💙💙💙💙💙💙💙💙
এলেই ফাগুন করবো বিয়ে তুলবো তোমার ঘরে
চুমু দিয়ে বলছি তোমাকে বলছি প্রতিজ্ঞা করে।।
💙💙💙💙💙💙💙💙💙
কবে যে তুমি করবে বিয়ে বাঁধবো আমি সংসার
আশায় আশায় গুনছি প্রহর হাজার লক্ষ বার।।।
💙💙💙💙💙💙💙💙💙
বৃষ্টি ঝরে ঝর ঝর বর্ষার রাত নিঝুম
সাথীহারা হয়ে আমার নেইকো চোখে ঘুম।।।
💙💙💙💙💙💙💙💙💙
ওরে ওরে ময়না আমার মন যে আর সয়না
আমার নয়ন ঝরো ঝরো আমি ঘরে আর রব না।।।
💙💙💙💙💙💙💙💙💙
আর ডেকোনা আর ডে কোনা বারেবারে তুমি
চোখের জলের ভাসিও না আমায় প্রেমের জমি।।।
💙💙💙💙💙💙💙💙💙
প্রেমের মন্ত্র পড়ছি বসে আমার হৃদয় মন্দিরে
SMS আজ হল পুরোহিত আমি জানাই তোমারে।।

funny Bangla love sms
হানিমুনে যাবো ওগো মোরা দুজন হানিমুনে যাবো
যত্ন করে sms টা সঙ্গে নিয়ে নেব।।।
💙💙💙💙💙💙💙💙💙
SMS যেন বৃষ্টি নামালে আমার হৃদয় জুড়ে
দিশেহারা মন পাখির মতন যেতে চাই উড়ে উড়ে।।।
💙💙💙💙💙💙💙💙💙
কৃষ্ণচূড়া রাধাচূড়া আমি অনেক দেখেছি
সব ভুলেছি যেদিন তোমার প্রেমে মজেছি।।।।
💙💙💙💙💙💙💙💙💙
Read More
SMS এর চাবি খুলেছে প্রিয়ার প্রেমের দার
মোর হৃদয় আকাশে চাঁদ ঘোচালো অন্ধকার।।।
💙💙💙💙💙💙💙💙💙
আকাশের চাঁদ বলে সুন্দর আমি
আমি বলি তার চেয়েও যে সুন্দর তুমি।।
💙💙💙💙💙💙💙💙💙
যায় না বোঝা ভালোবাসা দূরে দূরে থেকে
তুমি সুখ তুমি পাচ্ছ প্রিয় আমায় দূরে রেখে।।।
💙💙💙💙💙💙💙💙💙
শেষরাতে আজ আমি এক স্বপ্ন দেখেছি
বল সেজেছ তুমি বন্ধু আমি বধু সেজেছি।।।
💙💙💙💙💙💙💙💙💙
তোমার আমার ভালবাসা যদি জানাজানি হয়
বিয়ে করবো তুমি আমি কিসের এত ভয়??
💙💙💙💙💙💙💙💙💙
প্রেমের মালা পরিয়ে দিলাম তোমার সুন্দর গলায়
সারাজীবনে রইব বসে তোমারি আশায় আশায়।।।
💙💙💙💙💙💙💙💙💙