Bangla love SMS for husband The husband-wife relationship is a very sweet relationship. But to turn this sweet relationship into a more sweet love, come to our website now. Welcome to our website. If there is any problem between your husband and wife, you can break the anger of your husband or your wife with love SMS on our website. This will clear up all the misunderstandings between you and make your relationship sweeter. So if you want to get beautiful and fresh SMS, you must open our website. This Post Search on Google
Bangla love SMS for husband
প্রেমের গান শুনে শুনে আমার দিন কেটে যায়
কবে বাঁধবে একটি ঘর ওগো সঙ্গে নিয়ে আমায়।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এসএমএসে লিখে দিলাম প্রেম মাখানো ভাষা
আশা করি বুঝে নেবে আমার ভালোবাসা।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
বৃষ্টি পড়ে টাপুর টুপুর এসেছে নদীতে বান
এখনো sms এল ম্যাচ টাইম অন করছে আনচান।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
তোমার মত এত রূপসী আমি কোথাও দেখি নাই
তোমার চরণ ধরে শুনবো আমি পথ পানে চেয়ে রই
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ফুলে ফুলে সাজানো বলেই তার নামটি ফুলশয্যা
সেই বিছানায় শুধু তুমি আমি কিসের আমার লজ্জা।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
নাইবা হলাম রাজা-বাদশা হলাম নাইবা শাহজাহান
তোমার জন্য দিতে পারি আমার এই অমূল্য প্রাণ।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
তোমার জন্য কয়েক শত আমি শায়েরী লিখেছি
তুমি আমায় ওলে কালিদাস আমি সত্যি বলছি।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
চির সঙ্গিনী হয়ে তুমি থেকো না আর দূরে
তোমায় ছেড়ে একা একা আমি থাকতে পারিনা যে ঘরে।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অন্ধকারে ছিলাম আমি তুমি জীবনে জাললে আলো
তুমি তাই না থাকলে মোর সব হচ্ছে এলোমেলো।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
জানতে যদি কভু তুমি আমার মনের কথা
ভালোবাসো বলেই তো আজ পাচ্ছি এত ব্যথা।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
তুমি ছাড়া এই দুনিয়ায় আমার যে কেউ নেই
বলতে পারো প্রিয়তম কেমন করে তা বোঝাই।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
তোমার স্পর্শে বুঝেছিলাম প্রেমের মানে সেদিন
তাইতো এখন দিনরাত্রি আমি বসে থাকি উদাসীন।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এসএমএসের মালা গেঁথে দিলাম তোমায় আমি
আমায় পছন্দ না হোক তবু আমায় মনে রেখো তুমি।

আধুনিক যুগের নতুন চমক হাজির হল এসএমএস
লক্ষ লক্ষ যুবক যুবতীর আলো করল প্রেম আকাশ।
bangla love sms husband wife
কথা ছিল এক নৌকা ভাসবে তুমি আর আমি
হারিয়ে গেলে তুমি হঠাৎ আমি হলাম তাই তীর্থগামী।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
যেওনাকো সুন্দরী তুমি যেওনা কখনো বনে
গাছপালা সব যাবে পুড়ে তোমার রূপের আগুনে।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
প্রথম তোমায় যেদিন দেখি আমার রয়েছে তা মনে
তোমার লজ্জা ঝরানো কথাগুলো মোর বাজছে এখনো কানে।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
জনম জনম পাই যেনো গো তোমার মত সাথী
সার্থক হাতে মানব জনম আমি হব ভীষন সুখী।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
স্বপনে দেখেছি আমি তোমায় অনেক বার
কোনদিন ভাবিনি তুমি হবে গো আমার।।।
Read More
Read More
হাসতে হাসতে আসবে নাগর করবে দুষ্টুমি
জড়িয়ে ধরে বলবে শুধু তুমি আমার তুমি।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
লজ্জা যখন পাউবো তুমি তোমার গালদুটি হয় লাল
তখনই তো তোমার জন্য হয় খুব বেশি পাগল।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
রোজ রাত্তিরে ঘুমোই যখন দেখি তোমারি ছবি
তাইতো প্রেম শায়রি লেখা হয়েছে আমার হবি।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
সারাটা দিন কেটে যায় মোর নানান কাজকর্মে
মনে পড়ে তোমায় যখন রাত্রি গারো হয়ে নামে।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
গান গেওনা আর গো তুমি এসএমএসের সুরে
ডুবছি আর ভাবছি শুধু প্রেমের অশ্রুধারে।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অনেক যত্নে আমি এক লিখেছি শায়েরী
তার মাঝে তে ভরা আছে প্রেমের মঞ্জুরী।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
প্রেমের আকাশে উঠে ছিলাম আমি স্বপ্নের ডানা মেলে
চরণ দুখানি ধরি তোমার যেওনা হেলায় ফেলে।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
রাশি রাশি মেঘ জমিয়ে আকাশ আঁধার করে আসে
কেন আমায় বসিয়ে রাখলে একা এই পার্কের পাশে।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
bangla love sms text
আছি বসে প্রিয় আমি চেয়ে তোমার পথ পানে
তাড়াতাড়ি এসে দেখো আমার সুখ নেইকো মনে।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
জানি গো জানি তুমি আমায় ভালোবাসো কত
তুমি আমার জীবন সাথী আমারি মনের মত।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এত সুন্দরি আমি কোথাও দেখি নাই
তাইতো বেহায়ার মত বারেবারে তাকাই।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
১০০ সায়েরি লিখে আমি পাঠালাম তোমার কাছে
জানিয়ে দিও এসএমএসে তোমার কেমন লেগেছে।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আসছে ফিরছে ঘুরছে sms ঢুকেছে আমার মোবাইলে
শুধু গুনগুন সুরে গাইছে গান আমার মনের মুকুলে।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
দিন নেই রাত নেই শুধু তো করছো এসএমএস
বিয়ের কথা তুমি কি কিছু ভাবছো শেষমেষ।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অনেক ছাড়া পড়েছি আমি পড়া হয়নি তোমার শায়েরী
তোমার শাড়ির খবর দিলেও তোমার এসএমএস সুন্দরী।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এখন এসো প্রিয়তম আর দেরি করো না
এমন কিছু কথা আছে যা এসএমএসে বলা যাবে না।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
তুমি এসএমএস দিয়ে আমায় আর পিছু ডেকো না
মিলিটারির চাকরি আমার আর দেরি করা যাবে না।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
হঠাৎ রাতে ঘুম ভাঙ্গলে এসএমএস এর দিকে তাকাই
বিছানায় শুয়ে একা আমি তুমি তো পাশে নাই।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
বসে আছো তুমি প্রিয়-বিরহ নদীর পাড়ে
এসএমএসের নৌকায় চড়ে আমি যাব ওপারে।।।

কবে আর হবে থাকতে এই জীবন দু চোখে চোখে মিলন
শুধু কি এস এম এস করে বন্ধু কাটাবো সারাটা জীবন।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Bangla love SMS for girlfriend
আজ হোলির দিনে তুমি কি sms এ রঙ লাগালে মুখে
তুমি না কাছে থাকলে বল পারি কি থাকে সুখে ।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
বারে বারে আসে sms বারে বারে ফিরে যায়
প্রেমিকের হাজার চুম্বন প্রেমিকার অধরে লাগিয়ে যায়।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
যেকোনো একটি গোলাপ আমার যৌবন বাগানে
জানিয়ে দিলাম sms তোমায় একটি চুম্বনে।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আহবানে এবার মৌ জমেছে smsবলছে ডেকে ডেকে
আর কি সখী ভ্রমরের মন দূরে দূরে থাকে।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এসএমএসে জানালাম তোমায় কত ভালবাসি
লজ্জা-শরম ছেলে তাই তো ছুটে ছুটে আসি।।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
হতাম যদি একটি কোকিল কন্ঠে থাকতো সুর
Sms এ বলতে তুমি আহা লাগছে বড় মধুর।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
দূর থেকে মোবাইলে তুমি পাঠিয়েছো চুম্বন
আমিও sms দিলাম তোমার গারো আলিঙ্গন।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
শীত বলে বর্ষা ভালো খুব ভালো যে ফাগুন
আবার থাকে যদি sms প্রেমে লাগবে আরো আগুন।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এসএমএস এর শব্দ শুনে সবাই খুশি হয়
যুবক-যুবতী সকল আনন্দে মেতে যায়।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
তুমি তাই তুমি তাই গো আমার হৃদয় যাহা চায়
তোমার sms এর কথা ভেবে সুখেতে দিন কেটে যায়।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অভিমান করলে তুমি বড় ভালো লাগে
যখন sms করো না তখন মন ভীষণ কাঁদে।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
পাখিরা সব আকাশে উড়ে গেছে তাদের পাখনা
হাতে আছে sms আমার উড়তে নেই মানা।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
বিজ্ঞানীরা এসএমএস যদি না করতা আবিষ্কার
চিরকালই প্রেমের রাজ্যে থাকতে অন্ধকার।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আমি যখন হব বন্ধু তোমায় করবো আরতি
বরের বেশে এসো বন্ধু sms জানাই এই মিনতি ।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
প্রথম দেখার দিন গুলি আমার ছিল না কো মনে
মনে পড়ে যখন তোমার sms বাজলো কানে।।।

রাগলে তোমায় মিষ্টি লাগে তাইতো তোমায় রাগাই
সত্যি যেন রাগ করোনা প্রিয়ে এসএমএসে জানাই।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Bangla romantic SMS for her
তোমার বন্ধু আমার বন্ধু বন্ধু এসএমএস
দুনিয়াজুড়ে প্রেমের রাজ্যের নেইকো গুণের শেষ।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি এসএমএস দিলে
শুধু তুমি তুমি করে সারারাত ঘুম গেল চলে।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
মুখোমুখি কথা বলার সুযোগ যদি না পাও
হাতের কাছে এসএমএস টা সঙ্গে করে নাও।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
সকাল থেকে সন্ধ্যা অবধি হচ্ছে বর্ষণ
তোমার একটি sms এসে জাগালো শিহরণ।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
করবো বিয়ে করবো বিয়ে আরও বলবে যতদিন
এবার এসএমএস জানাও প্রিয় কবে আসবে সেই শুভ দিন।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
যদি sms করতে পারো তবে প্রেমে মজা পাবে
দানাপানি জীবনেতে ভীষণ দুঃখ পাবে।।।