Bengali Shayari
একটি সম্পর্ক ভালো ভাবে গড়ে উঠতে দুজনেরই
আন্তরিকতা ও আগ্রহ থাকতে হয় ,
কিন্তু সেই সম্পর্ককে মেরে ফেলতে
একজনের অবহেলাই যথেষ্ট । ।
❤❤❤❤❤❤❤❤❤❤
দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায়না,
পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা । ।
❤❤❤❤❤❤❤❤❤❤❤
কেউ চায়না কাউকে ভুলতে ,
কিন্তু সময় ভুলিয়ে দেয়।
কেউ চায় না কাউকে হারাতে ,কিন্তু
ভাগ্য ছিনিয়ে নেয় ।
❤❤❤❤❤❤❤❤❤
আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নিভে যায়,
আর বিবেক হলো সূর্য যা কখনোই নেভে না ।।।
❤❤❤❤❤❤❤❤❤
জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি
জানতাম না কাকে বলে ভালোবাসা ,
শিখিয়েছো তুমি ।।
❤❤❤❤❤❤❤❤
প্রেম তো অনেকেই করে
কতজন আর ভালোবাসে,
সম্পর্কে তো সবাই থাকে,
কতজন আর কাছে আসে।।
❤❤❤❤❤❤❤❤❤
Read More ...
Bangla Good Morning sms
Bangla Good Night Sms
Bengali Shayari
Bangla Sad SMS
Birthday Wishes Bengali
Bangla Good Evening SMS
❤❤❤❤❤❤❤❤
মানুষ যখন কিছু পায়
তখন বোঝেনা সে কি পেয়েছে,
যখন হারিয়ে ফেলে তখন বোঝ,
সে কি পেয়েছিল কাকে
সে হারিয়েছে ।।
❤❤❤❤❤❤❤❤
আমি এমন একটা
তুমি চাই ।
যে তুমিতে আমি ছাড়া
অন্য কেউ নাই ।।
❤❤❤❤❤❤❤❤
কি করে বলবো?
নিজেকে বুঝে নাও না ।
খুব মনে পড়ে তোমায়!
এসে বুকে জড়িয়ে নাও না।।
❤❤❤❤❤❤❤❤❤
Bangla Love Sms
" সময়ের সমুদ্রে
আছি , কিন্তু
একমুহূর্ত সময় নেই,,
❤❤❤❤❤❤❤
দুঃখ আছে মনে মনে,
বলবো আমি কার সনে,
সোনার মতো মানুষ নাই,
তাই নিজের কষ্ট নিজেই পাই,
যেদিন পাবো তার দেখা,
বলবো আমার মনের সব কথা!!!
❤❤❤❤❤❤❤❤
'ভদ্র ছেলেদের জন্য
মেয়েদের মনে কখনও প্রেম
জাগে না। যা জাগে সেটা হলো
সহানুভূতি।'
❤❤❤❤❤❤❤
আবার যদি বৃষ্টি নামে,
আমিই তোমার প্রথম হবো,
লেপ্টে যাওয়া শাড়ির মতো
অঙ্গে তোমার জড়িয়ে যাব!!
❤❤❤❤❤❤❤❤❤
bengali shayari sad
যার কাছে একটা সত্যি কারের মন আছে,
সে কখনো একসাথে হাজার
জনকে ভালবাসতে যায় না,
বরং সে একজনকেই হাজার
রকমের ভাবে ভালোবাসে।।
❤❤❤❤❤❤❤❤❤❤
মানুষের মন বড়ই অদ্ভুত
কেউ একটুখানি ভালোবাসা
পাবার জন্য দিনরাত কাঁদো।
আর কেউ এক বুক ভালোবাসা
পেয়েও অবহেলা করে।
❤❤❤❤❤❤❤❤❤
"একটি ব্যর্থ ভালোবাসাই পারে
একটি ছেলের জীবনকে
বদলে দিতে"
❤❤❤❤❤❤
ডিজিটাল প্রপজ
তোমার নাম I
তোমার সমস্যা Love
তোমার সমাধান you ❤️
❤❤❤❤❤❤❤❤❤
প্রহর শেষের আলোয়
রাঙা সেদিন চৈত্র মাস
তোমার চোখে
দেখেছিলাম আমার সর্বনাশ।
❤❤❤❤❤❤❤❤❤
যত ভালবাসা
পেয়েছি ,তোমার কাছ
থেকে। দুষ্টু এই মন চায় ,
আরো বেসি পেতে।কি
জানি ,তোমার মধ্যে কি
আছে ।কেন যে এ মন
চায় ,তোমাকে আরো
বেশি করে কাছে পেতে।।
❤❤❤❤❤❤❤❤❤
হয়তো ভালবাসতে জানি না আমি ,
তোমার মতো করে।।
কিন্তু তোমার মনটা রেখেছি,
তোমার হৃদয়ে খুব যত্ন করে।।
হয়তো তুমি এখনো পুরোপুরি ,
বুঝতে পারোনি আমাকে।।
কিন্তু হাজার কষ্টের মাঝেও,
শুধু ভালবাসি তোমাকে।
❤❤❤❤❤❤❤❤❤❤
কিছু মানুষ আছে ,যারা তাদের
প্রয়োজনে আপনার খুব কাছের মানুষ
হয়ে যাবে আবার প্রয়োজন ফুরিয়ে
গেলে তাদেরকে এ সীমানায় খুঁজে
পাবেন না।।
❤❤❤❤❤❤❤❤❤
আমার সারা দিনের
ভাবনা মনে;
তুমি আছো যতনে ,
আমার গল্পকথায়
তুমি কাব্য কথনে।
❤❤❤❤❤❤❤
একমাত্র তোমায় ভালোবাসি
আজীবন ও বাসবো!
যতই কষ্ট দাওনা কেন
মৃত্যুর আগ পর্যন্ত তোমায়
ভালোবাসা
বন্ধ করতে পারবোনা !
❤❤❤❤❤❤❤❤❤
রূপ কথা রানী তুমি
দুই নয়নের আলো।।
সারা জীবন তোমায় আমি
ভালোবেসে যাবো।।
তুমি আমার রাত জাগা
সুন্দর একটা 🐦।।
তোমায় ছাড়া বন্ধু আমি
কেমন করে থাকি।।
❤❤❤❤❤❤❤❤
যত দূরে যাও না কেনো ,আছি তোমার পাশে,
তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে,
কাছে তোমায় পাবে তুমি ,হাত বাড়াবে যেই,
যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই!
❤❤❤❤❤❤❤❤❤❤
তুমি যাকে ভালোবাসো সে যদি
মহা অন্যায় করে, আর তুমি
যদি ক্ষমাই করতে না পারো
তবে তাকে ভালোবাসো কেন?
❤❤❤❤❤❤❤❤❤
সম্পর্ক চলাকালীন নয়
সম্পর্ক ভাঙার পর বুঝবে
কাকে কার কতটা প্রয়োজন ছিল।।
❤❤❤❤❤❤❤❤❤
সেদিন তোমার দেখেছিলাম
চাঁদের মতো মুখ।
আজ কেন গো দেখি তোমার মনে
নাইকো সুখ ?
bengali shayari photo
❤❤❤❤❤❤❤❤❤
জীবন স্রোতে ভাসা
যত ভালোবাসা
নয়নে নয়নে মিলে
বলে যেতে চায়
নারীর মনের ভাষা
❤❤❤❤❤❤❤❤
সত্যি কারের ভালবাসা কিছু চায় না ,
ভালোবাসতে চোখই হল মনের আয়না।
ভালোবাসায় আঘাত যত পাবে,
ভালবাসা তত গাড় হবে ।
❤❤❤❤❤❤❤❤❤❤
0 Comments