bangla good night kobita Welcome to our site to get new bangla good night sms. You can get the newest and best good night sms in Bengali on our site. We update these 2021bangla good night sms for Girlfriend every day. I have highlighted the most popular and newest good night SMS to you, which you can share with your loved ones. This good night sms full of love has a lot on our site. If you want to get them, do a Google search now. bangla good morning sms
Bangla good night kobita
মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ ,
মেঘে ঢাকা আকাশ ঠান্ডা ঠান্ডা বাতাস ,
ঘুমিয়ে গেছে পাখি , মিটি মিটি আলো দেয় জোনাকি
তোমাকে জানাই
** শুভ রাত্রি **
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
চন্দ্র তার জোসনা ঢেলে হয়েছে ;
আর আকাশ সজ্জিত ;
শুভরাত্রি বলতে ;
দেবদূত রাত থেকে পেরিয়ে এলো ;
শুভ রাত্রি........
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
নাইবা মনে করলে আমায় , নাই
বা নিলে খোঁজ , শুভরাত্রি টা তবুও
আমি দিয়ে যাবো রোজ।
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
দিন মিস করে চাঁদকে রাত মিস
করে সূর্যকে বাগান মিস করে
ফুলকে আমি মিস করি তোমাকে ।
""" শুভ রাত্রি """
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
চলো যাই ঘুমের দেশে
সুন্দর একটা ঘুমের সাথে ,
মিষ্টি কিছু স্বপ্ন আসুক দুচোখ জুড়ে ।
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
গভীর রাত হলো এখন
ঘুমাতে যাই
আবার কথা
হবে প্রত্যুষ এর প্রথম প্রভায় ।
"" শুভ রাত্রি ""
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
যদি মন কাঁদে আমি আসবো বর্ষা হয়ে....
যদি মন হাসে আমি আসবো রোদ্দুর হয়ে....
যদি মন ওরে আমি আসবো পাখি হয়ে....
যদি মন খোঁজে আমি আসবো বন্ধু হয়ে....
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
রাত আসে তারা নিয়ে , ঘুম
আসে স্বপ্ন নিয়ে , আগামীকালের
সকাল যেন তোমার জন্য অনেক খুশি নিয়ে আসে।
এই কামনা করি....
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bangla Good Morning sms
Bangla Good Night Sms
Bengali Shayari
Bangla Sad SMS
Birthday Wishes Bengali
Bangla Good Evening SMS
আমি মেঘ তুমি আকাশ ,
আমি ফুল তুমি সুবাস ,
আমি কবি তুমি কবিতা ,
আমি শুরু তুমি গান ,
আমি দিন তুমি রবি ,
আমিরাত তুমি চাঁদ ।
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
তুমি আমার নীল আকাশ
তুমি আমার তারা ,
সুখ দুঃখ হাসি নিয়ে
মোদের জীবন ভরা ,
আঁধার কালো আকাশ কোণে
তুমি আমার ঊষা ,
হৃদয় মাঝে আছো তুমি
আমার ভালোবাসা ।
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ছোট ছোট স্বপ্ন দেখো
মনের মানুষ নিয়ে ,
রাতের আকাশে ভেসে যেও
খুশির গান গেয়ে ,
জেতার আটা দেখবে তুমি
সব চাইতে ব্রাইট ,
আমার হয়ে সে তোমাকে
বলবে * good night *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
একটা দিন হারিয়ে গেল
রাত্রি আসবে বলে ,
একটা পাখি ডাকছে আপন
সুরে নীড়ের ফিরবে বলে ,
একটা সূর্য হারিয়ে গেল
চাঁদ উঠবে বলে ,
আমি রাত জেগে আছি তোমাকে
" শুভরাত্রি "বলবো বলে ।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
জানালার কাছে গিয়ে দেখো ,
কেউ একজন তোমার হাসি
মুখটা দেখেবে বলে দাড়িয়ে আছে ,
কি ভাবছো ?
চাঁদ বসে আছে.....
কারণ ওকে আমি
তোমাকে good night wish
করতে পাঠিয়েছি ।
"""" Good night """""
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
good night Bangla kobita photo
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে
মুঠোফোন তাই শান্ত
আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্ত
এই কথা টা সে যদি শুনতো ।
""""" Good night """""
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
বলবো না তোমায় আজ
রাতের পাখি হতে ,
বলবো না তোমায় আজ
স্বপ্নছায়ায় পদ্মপাতায় ভাসতে ।
তুমি কি শুনবে আমি যা বলব ,
আমি শুধু তোমায় বলবো...
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
একলা রাতের নদী আমি
সাগর খুজে মরি ,
তারার চোখে স্বপ্ন রেখে
আপন স্রোতে ফিরে ।
* Good night *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
চোখের পাতায়
হৃদয়ের পাতায়
তোমারি স্পন্দন
চুপি চুপি বলবো কথা
হবে স্বপ্ন আলাপন।
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
মুচকি হাসে মিষ্টি তারা
গাছে ওড়ে জোনাকিরা
চাঁদের আলো ঝিমিয়ে গেলো
বলছে তোমায় চোখ মেলো
না ঘুমালে ঘুম পরীরা
তোমার স্বপ্ন করবে চুরি ।
** শুভ রাত্রি **
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
পরী নেমে এলো বলছি শুতে যাও
ঘরে গিয়ে চোখটা বুজে নিশ্চিন্তে ঘুমাও
পরীর দেশে নিয়ে যাব, করবো কত খেলা
সারা রাত কেটে যাবে কাঁদবে সারাবেলা।
** শুভ রাত্রি **
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
দিনের বেলায় সূর্য ঠাকুর ডুব দিয়েছে
রাতের বেলায় চন্দ্র মামা ফিরে এসেছে
সূর্য ঠাকুর সেজেগুজে আসবে দিনের পরে
রাতের বেলা ঘুম টা দিও চাঁদের আলো ধরে।
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
দিন কাটলো রাত আসলো আসলো কত আশা
আশার মধ্যেই লুকিয়ে আছে গভীর ভালোবাসা
বাসবো ভালো চলবো সাথে থাকবো পাশাপাশি
রাতের বেলায় চাঁদের আলোয় থাকবো কাছাকাছি।
** শুভ রাত্রি **
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
good night bangla sms
রাত বলেছে সে তোমাকে ভীষণ ভালোবাসে
তুমি স্বপ্ন দেখবে বলে দিনের শেষে আসে
ঘুম পাড়াবে বলে তোমার মাথায় বুলায় হাত
এবার তবে ঘুমিয়ে পড়ো জানাই "শুভ রাত"
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
যদি চাঁদে না থাকে কলঙ্ক ,
মনে যদি না থাকে ব্যথা ,
তোমার বাড়ি যদি হতো পাশে ,
আমি রোজ বলতে আসতাম একটি কথা...
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
রাতের আকাশে তারার
ঝিকিমিকি ,
ঠান্ডা হাওয়া মনে শান্তি
তবে সবচেয়ে সুন্দর ওই
আকাশের চাঁদ আর
তোমার মুখের হাসি।
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
সন্ধ্যা তোমার লালচে আকাশ
মনের ভুলের রাতে
না ঘুমনোর তারা কিছু
জাগবে তোমার সাথে।
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
পুরনো চাল ভাতে বাড়ে ,
আর পুরানো দুঃখ রাতে বারে।
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে ,
আকাশ পানে চাঁদ মুচকি হাসে ,
আধার যখন গভীর হতে চায় ,
সময় তখন এমনি বয়ে যায় ,
নিজের ঘরে নিভিয়ে বাতি ,
রাত্রি আমি থাকবো তোমার সাথী।
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
সকাল গেল দুপুর গেল ,
বিকেল শেষে সন্ধ্যা গেল ,
এখন গভীর রাত্রি ,
বন্ধু বিদায় জানাই ,
জানাই......."শুভ রাত্রি"
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ঘরের বাতি নিভে যাক যদি নেভে
সারা রাত্রি কাটিয়ে দেবো তোমায় ভেবে ,
বাতাসটা আজ ঝরা ফুলের গন্ধ মাখা
রজনী ফুরাবে তবু একা থাকা ।
* শুভ রাত্রি *
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
0 Comments