Bangla Romantic Love SMS
দুঃখ আছে মনে মনে,
বলব আমি কার সনে,
শোনার মত মানুষ নাই,
তাই নিজের কষ্ট নিজেই পাই,
যেদিন পাবো তার দেখা,
বলব আমার মনের সব কথা !!!
💜💜💜💜💜💜💜💜💜💜
ইচ্ছে করে আজ তোমায় ভালবাসতে
আজ ইচ্ছে করে মন খুলে তোমার সাথে হাসতে
ইচ্ছে করে আজ আকাশের তারা গুনতে
ইচ্ছে করে বসে বসে তোমার কথা শুনতে……
💜💜💜💜💜💜💜💜💜💜
আমার সারাদিনে ভাবনা মনে;
তুমি আছো যতনে,আমার গল্প কথায়
তুমি কাব্য কথনে।
💜💜💜💜💜💜💜💜💜💜
কতই স্বপ্ন দেখেছিল
তোমায় মন চেয়েছিলো
হেসে হৃদয় বলেছিলো
তোমাকেই সে চায়
আজ স্বপ্ন মৃতপ্রায়
হৃদয় ভেঙ্গে যায়
তোমায় ছেড়ে অন্য কিছু
এ মন না চায়….
💜💜💜💜💜💜💜💜💜💜
তুমি যদি বাসো ভালো,
চাঁদের মতো দেবো ভালো,
যদি আমায় ভাবো আপন,
হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা,
তেমনি আমি হব তোমার উপমা…..
💜💜💜💜💜💜💜💜💜💜
দূরে গেলে তুমি হারিয়ে যাবো আমি,
ভালোবাসি তোমায় বোঝনা কেন তুমি?
ছোট্ট এই জীবনেএকটাই শুধু চাওয়া,
তোমাকে আপন করে আমার শুধু পাওয়া।
💜💜💜💜💜💜💜💜💜💜
রূপকথার রানী তুমি
দুই নয়নের আলো।।
সারা জীবন তোমায় আমি
ভালোবেসে যাবো।।
তুমি আমার রাতজাগা
সুন্দর একটি পাখি।।
তোমায় ছাড়া বন্ধু
আমি কেমন করে থাকি।।
💜💜💜💜💜💜💜💜💜💜
একটা হৃদয় একটা আশা একটা আমার মন
সেই মনে থাকবে আমার কাছের প্রিয় জন
প্রিয়জন বাধবে বাসা আমার মনেতে
কাটবে জীবন চলবো সাথে একই সাথে তে।।
মানুষ মানুষের জন্য,
পাখি আকাশের জন্য,
সবুজ প্রকৃতির জন্য,
পাহাড় ঝর্ণার জন্য,
ভালোবাসা সবার জন্য,
আর তুমি শুধু আমার জন্য।।
💜💜💜💜💜💜💜💜💜💜
আমি মেঘের মতো চেয়ে থাকি
চাঁদের মতো হাসি
তারার মতো জ্বলে থাকি
বৃষ্টির মতো কাঁদি
দূর থেকে বন্ধু শুধু
তোমার কথাই ভাবি…..
💜💜💜💜💜💜💜💜💜💜
প্রেম মানে হৃদয়ের টান
প্রেম মানে একটু অভিযান
দুটি পাখির একটি নীড়
একটি নদীর দুটি তীর
দুটি মনের একটি আশা
তার নাম ভালবাসা।।
💜💜💜💜💜💜💜💜💜💜
তুমি আমার চন্দ্র সূর্য আকাশের ঐ তারা
তোমায় ছাড়া মন আজ হয়েছে পাগলপারা
তুমি আমার চাঁদের আলো নীল আকাশের পাখি
মন চায় আজ বসে বসে তোমার ছবি আঁকি।।
💜💜💜💜💜💜💜💜💜💜
Bangla love SMS photo
Read More
💜💜💜💜💜💜💜💜💜💜
চাঁদের কাছে আকাশ, প্রিয় পাখির কাছে ফুল
তোমায় আমি ভালোবেসে করিনি কোন ভুল
দুঃখের কাছে দুঃখ প্রিয় সুখের কাছে সুখ
স্বপ্নের আমার ভেসে ওঠে শুধু তোমার মুখ
💜💜💜💜💜💜💜💜💜💜
আকাশে বাতাসে উড়ে শিউলি ফুলের গন্ধ
ভালোবাসা পাপ নেই তবু লোকে কেন বলে মন্দ
লোকের কথা শুনোনা কান রাখো বন্ধ
তোমার আমার ভালোবাসা রয়েছে কত ছন্দ
💜💜💜💜💜💜💜💜💜💜
নীল আকাশের নীল পাখি
মন চায় সারাদিন তোমার চোখে চোখ
মেলে তাকিয়ে থাকি
দিওনা আমাকে ফাঁকি
আমি যে তোমায় কত ভালবাসি।।
💜💜💜💜💜💜💜💜💜💜
ও আমার চাঁদের আলো
লাগছে তোমাকে খুব ভালো
তোমার ওই হাত টা ধরে রাখবো
সারাজীবন একি সাথেই থাকবো।।
💜💜💜💜💜💜💜💜💜💜
চাঁদের ওই মিষ্টি হাসিতে
তোমার ঐ সুন্দর আঁখিতে
কতো স্বপ্ন দেখেছি
মনে যত্ন করে রেখেছি।।
💜💜💜💜💜💜💜💜💜💜
তুমি আমার ভোরের বেলার
মৃদু মৃদু হাওয়া
তুমি আমার জীবনের
একমাত্র চাওয়া পাওয়া।।
💜💜💜💜💜💜💜💜💜💜
নানা রঙেতে রাঙিয়ে দেবো
তোমার দুটি গাল
এভাবেই বাসবো ভালো
তোমায় চিরকাল।।
💜💜💜💜💜💜💜💜💜💜
অবুঝ মনের অবুঝ কথা,
প্রকাশ করার নেই ভাষা
মনের ভাষায় রয়ে গেছে,
অবুঝ মনের কত আশা
সব আশাই রয়ে গেছে
বলার নেই কোনো ভাষা
মনের ভাষা বুঝে নিতে হয়,
হয়তো সেটা ভালোবাসা
Bangla romantic love SMS for girlfriend
ভালোবাসা ছাড়া জীবন শূন্য
তুমি ছাড়া আমার জীবন অপূর্ণ
খুব ভালো বাসি তোমাকে
💜💜💜💜💜💜💜💜💜💜
ফুলের প্রয়োজন সূর্যের আলো
ভোরের প্রয়োজন শিশির,
আর আমার প্রয়োজন তুমি
আমি তোমাকে ভালোবাসি।।
💜💜💜💜💜💜💜💜💜💜
আমি হলাম আকাশ,
কষ্ট আমার মেঘ,
জ্যোৎস্না আমার আবেগ,
বৃষ্টি আমার কান্না,
রোদ আমার হাসি,
কি করলে বুঝবে-
তোমায় আমি কত ভালবাসি!!!
💜💜💜💜💜💜💜💜💜💜
তোমার প্রতি আমার ভালোবাসার
কোন আকার নেই,
কোন সীমান্ত নেই,
কোন কিনারা নেই
এর কোন শুরু অথবা শেষ নেই
এটি এমন এক সীমাহীন সিরিজের
মত যা চলে কিন্ত কোনদিন শেষ হয়ন।
আমি তোমাকে অনেক ভালোবাসি।।
💜💜💜💜💜💜💜💜💜💜
সুখ নয় আমি দুঃখেতেই খুশি
সুখটা তাকে দিও “প্রভু”
যাকে আমি ভালোবাসি।।
💜💜💜💜💜💜💜💜💜💜
ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে ..
মন তাকে দেওয়া যায়,
যে অনুভব করতে জানে !..
বিশ্বাস তাকে কর,
যে রাখতে জানে ..
আর ভালোবাস তাকে,
যে ভালোবাসা দিতে জানে……….
💜💜💜💜💜💜💜💜💜💜
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥
পাইনি কারো মন জানিনা যে এই জীবনে,
কে হবে আপন মনের মত চাই তারে,
চাই তার মন হবে কি তুমি,
আমার কাছের একজন॥
নিয়ে স্বপ্ন দেখি।
তুমি সেই অনুভুতি যাকে
আমার মন অনুভব করে।
তুমি সেই প্রেমিকা যার
ভালবাসার ছন্দ প্রেমিক আমি।
💜💜💜💜💜💜💜💜💜💜
চশমা পরা সেই দুচোখের মাতাল করা দৃষ্টি,
মনজমিনে নামিয়ে ছিলো মুসল ধারায় বৃষ্টি।
তোর ঠিকানায় আছি আমি মনপাড়াতে ঘুরি,
সেদিন থেকে যেদিন নিলি মনটা করে চুরি।
💜💜💜💜💜💜💜💜💜💜
Bangla romantic love SMS for wife
💜💜💜💜💜💜💜💜💜💜
সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি।
ভাবতে আমার ভাল লাগে শুধু তোমাকে,
তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে।
💜💜💜💜💜💜💜💜💜💜
ঝেড়ে ফেলো অভিমান, ছুঁয়ে দেখ এই প্রাণ।
বন্ধ দুচোখের নিভু নিভু কালোয়,
যে আলোয় ভেসে আসো তুমি।
মনে হয়, মিশে যাই, তোমার আরো কাছে…
💜💜💜💜💜💜💜💜💜💜
পৃথিবীর যত সুখ যত ভালোবাসা
সবটুকু দিবো আমি তোমায়…..
আমার একটাই আশা তুমি
ভূলে যেও না আমায় ।
বড় বেশী ভালবাসি তোমায় ।
💜💜💜💜💜💜💜💜💜💜
কটি প্রকৃত ভালবাসা হতে
পারে দৈহিক অথবা ঐশ্বরিক।
সত্য ভালবাসা হচ্ছে এমন
কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ন|
💜💜💜💜💜💜💜💜💜💜
কটা আকাশ হেরে গেলো,,
হারিয়ে তার মন..
অন্য আকাশ হটাৎ হল চাঁদের প্রিয়জন..
তবুও তার ভালবাসা চাঁদের ভালো চায়,,
নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোঁয়া দেয়..!!
💜💜💜💜💜💜💜💜💜💜
ভালবেসে এই মন,
তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।।
তোকে অনেক ভালবাসি
💜💜💜💜💜💜💜💜💜💜
একদিন দুজনে হাঁটব আবার উড়বে তোমার চুল,
একদিন শূন্য বাতাস ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল….
💜💜💜💜💜💜💜💜💜💜
ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি,
ভালোবাসা মানে রুপালি উজান।
ভালোবাসা মানে জোছনার গান।
ভালোবাসা মানে উশ্ন সুখের বরফ গলা নদী।
💜💜💜💜💜💜💜💜💜💜
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন,
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা…
💜💜💜💜💜💜💜💜💜💜
পৃথিবীতে সেই সবচেয়ে ধনী।
যার একটি সুন্দর মন আছে,,
যার মনে নাই কোন অহংকার,,
নাই কোন হিংসা।
আছে শুধু অন্যের জন্য ভালোবাসা….
💜💜💜💜💜💜💜💜💜💜
যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম!
যদি জল হতাম- সারা দেহ ভিজিয়ে দিতাম।
যদি বাতাস হতাম-
তোমার কানে চুপি চুপি বলতাম-
আমি তোমাকে ভালবাসি.
💜💜💜💜💜💜💜💜💜💜
মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো.
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা.
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন.
💜💜💜💜💜💜💜💜💜💜
Bangla love SMS for husband
দিব তোমায় লাল গোলাপ।।
সপ্নে গিয়ে করবো আলাপ।।
বলবো খুলে আমার কথা।।
আছে যত মনের কথা।।
বলবো তোমায় ভালোবাসি।।
থাকবো দুজন পাশাপাশি।
💜💜💜💜💜💜💜💜💜💜
ভালোবাসার মানুষ যতোই দূরে থাকুননা কেনো,
কখনো মনে হবে না যে সে দূরে আছে,
যদি সে অনুভবে মিশে থাকে ।
💜💜💜💜💜💜💜💜💜💜
ভালবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা,
ভালবাসা কি? নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা,
ভালবাসা কি?ভেসে আসা কোনো সুখের ভেলা,
ভালবাসা কি?দুখের মাঝে হাসি মিশ্রিত কান্না,
ভালবাসা কি? কোনো এক অজানা ঠিকানা?
💜💜💜💜💜💜💜💜💜💜
ভালোবাসা পরিমাপ এর একক হলো বিশ্বাস….
কে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে,
তাদের ভালবাসার পাল্লা তত ভারী হবে।
যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না__
যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে নাহ্__
আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে নাহ্
💜💜💜💜💜💜💜💜💜💜
কাউকে ভালোবাসা কঠিন কাজ নয়।
কঠিন হল কারো মনে ভালোবাসা সৃস্টি করা।
💜💜💜💜💜💜💜💜💜💜
সুইট কালার হাসি …..
সত্যি করে বলছি ,
আমি তোমায় ভালোবাসি ……
💜💜💜💜💜💜💜💜💜💜
হারিয়ে গেছে মন থেকে
ভালোবাসা নামের কথা …..
জমে আছে মনের মাঝে
অনেক রকম ব্যথা …..
কষ্ট পেলোও
এখন আর কষ্ট হয় না …..
সব সময় সবাই
আমায় দেই শুধু যন্ত্রণা ……..
💜💜💜💜💜💜💜💜💜💜
আপন মনে একা ঘরে
বসে তিনতলাতে
চিঠি লিখছি তোমায় আমি
কলম নিয়ে হাতে
💜💜💜💜💜💜💜💜💜💜
আমি সেই বৃষ্টি চাইনা
যে বৃষ্টিতে বন্যা হয়
আমি সেই আকাশ চাইনা
যে আকাশ মেঘলা হয়
আমি এমন বন্ধু চাইনা
যে নতুন কাউকে পেয়ে
আমাকে ভুলে যাবে …..
💜💜💜💜💜💜💜💜💜💜
7up তোমার খালি বোতল
আমার ফুল তোমার কাঁটা
আমার প্রেম আমার টেনশন
আমার এসুখ তোমার ব্যথা
আমারকথা তোমার সুর
আমার তুমি আমার আর আমি তোমার !!
💜💜💜💜💜💜💜💜💜💜
তুমি তাকেই ভালোবাসো
যে ভালোবাসা ছাড়া
আর কিছুই চাইবে না !!
তাকেই এড়িয়ে চলো
যে ভালোবাসার নামে
অনেক কিছু চাইবে !!
💜💜💜💜💜💜💜💜💜💜
একশোটা রাতের তারা একশোটা ফুল
একশোটা নদীর বুকে তরঙ্গ বেকুল
একশোটা মানুষের একশোটা মন
তারি মাঝে তুমি আমার প্রিয় একজন
💜💜💜💜💜💜💜💜💜💜
Pingback: Bangla happy valentine SMS in 2021 Bangla Love SMS
Pingback: Bangla Good Morning Photo || Bengali New Good Morning images
Pingback: Bangla Good Night Shayari - New Bangla Shuvo Ratri SMS [ Bangla Love