Bangla Good Morning sms Hello friends, if you want to send Bangla Good Morning sms a good morning message to your friend, you will get a brand new Bangla love sms on our site and you will get a photo from where you can send this new sms to your friend and girlfriend. You can share and if you want to know the details of all this, you have to go to Google and search for Bangla Love SMS. Then you will get our site. From there you can share it with your friends.
ঘুম ঘুম রাত শেষে
সূর্য আবার উঠলো হেসে
ফুটল আবার ভোরের আলো
দিনটা তোমার কাটুক ভালো
শুরু হল নতুন দিন
তোমাকে জানাই......
Good morning
❤❤❤❤❤❤
পাখি ডাকছে মিষ্টি সুরে
রাত চলে গেছে
বহু দূরে সূর্য মামা দিচ্ছে আলো
বন্ধু এবার আঁখি খোলো
দিনটা তোমার কাটুক ভালো.....
Good morning
❤❤❤❤❤❤❤
শুনে যাও ভোরের পাখি
একটা কথা বলে রাখি
আছে এক বন্ধু আমার
মনে পড়ে সকাল বিকাল
কি করে যে কাটলো রাত
জানাও গিয়ে তাকে......
সুপ্রভাত
❤❤❤❤❤
রাত গেলো ঘুমে ঘুমে;
হয়ে গেলো ভোর;
ঘুম থেকে উঠে পড়;
খুলে ফেলো ডোর;
মনটা রেখো হাসি খুশি আজ সারাদিন;
মন থেকে বলছি তোমায়......
Good morning
❤❤❤❤❤❤❤
ভোরের প্রথম সোনালী আলো,
স্বপ্ন গুলো জেগে গেলো,
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের একটু ছোঁয়ায়,
ফুটল সকাল কাটলো রাত,
তোমায় জানাই......... সুপ্রভাত
❤❤❤❤❤❤❤❤
Bangla Good Night Sms
Bengali Shayari
Bangla Sad SMS
Birthday Wishes Bengali
Bangla Good Evening SMS
ডাকছে কোকিল গাইছে গান
নতুন দিনের আহ্বান
উঠবে সূর্য দিবে আলো
দিনটা তোমার কাটুক ভালো....
Good morning
❤❤❤❤❤❤❤
bangla good morning sms for girlfriend
আমারে দেই তোমার হাতে
নতুন করে, নতুন প্রাতে।
দিনে দিনেই ফুল যে ফোটে,
তেমনি করেই ফুটে ওঠে
জীবন তোমার আঙিনাতে
নতুন করে নতুন প্রাতে.......
সুপ্রভাত
❤❤❤❤❤
যদি হতে রাখো হাত
আনব ডেকে নতুন এক প্রভাত
করবো শুরু নতুন করে দিন
বন্ধু তোমায় জানাই........
Good morning
❤❤❤❤❤❤❤
স্বপ্ন দেখার প্রহর শেষে
ফিরলো পরি ঘুমের দেশে
কালো মেঘের আড়াল থেকে
সূর্য দিল দেখা
তাকিয়ে দেখো ভোরের
আলোয় নতুন স্বপ্ন লেখা....
সুপ্রভাত
❤❤❤❤❤❤❤
সকালের রোদ তুমি বিকেলের ছায়া
গোধূলির রং তুমি মেঘের মায়া
ভোরের শিশির তুমি জোছনার আলো
আমি চাই তুমি থাকো সব সময় ভালো.....
শুভ সকাল
❤❤❤❤❤❤❤❤
আজ সকালে ঘুম ভাঙলো, একটি পাখির ডাকে
উঠে দেখি স্নিগ্ধ সূর্য উকি দিয়েছে আকাশে।
প্রকৃতির চারপাশে ছড়িয়ে গেছে আলো
ভোরের হিমেল হাওয়ায়
মনটা আমার অনেক ভালো......
সুপ্রভাত
❤❤❤❤❤❤❤
তাকিয়ে দেখ পুব আকাশে সূর্য মামা হাসে
শোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে
দরজা খোলা সকালে হলো ফুরিয়ে গেলো রাত
তোমার দুয়ারে দাড়িয়ে আছি জানতে তোমায়.....
সুপ্রভাত ..........
❤❤❤❤❤❤❤❤❤❤❤
বন্ধু তুমি মিষ্টি আলো সোনালী ভরা দিন
বন্ধু তুমি সুইটি সুইটি সফট বেবী ক্রিম
বন্ধু তুমি ঠান্ডা বাতাস তুষার ভরা দিন
বন্ধু তুমি ব্রেকফাস্ট এর পাউরুটি আর ডিম
......শুভ সকাল......
❤❤❤❤❤❤❤❤❤❤
জীবন সাজাও স্বপ্ন দিয়ে
মন সাজাও মন দিয়ে
রাত সাজাও চাঁদ ও তারা দিয়ে
সকাল সাজাও " good morning" বলে
❤❤❤❤❤❤❤❤❤❤
সকাল হলো মুছে গেল
রাতের যত কালো
রবির কিরণ বরণ কারো
দিনটা কাটুক ভালো...
সুপ্রভাত
❤❤❤❤❤❤
valobashar good morning sms
নদীর বুকে রবির কিরণ
ব্যাস্ত সকল মানুষজন
শুভ সকাল আমার
সকল প্রিয়জন...
সুপ্রভাত
❤❤❤❤❤❤
সুন্দর সকাল আর রৌদ্র ঝলমলে দিন
কফির সাথে শুরু হয়ে দিনটা হোক রঙিন ...
...... good morning.....
❤❤❤❤❤❤❤❤❤❤
নিশি যখন ভোর হবে
শুকতারা গুলো নিভে যাবে
সামনে আসবে নতুন একটা দিন
দিনটা হোক অমলিন
শুভ হোক তোমার প্রতিদিন
*সুপ্রভাত*
❤❤❤❤❤❤
মিষ্টি সকাল শান্ত মন,
ঘুমিয়ে ছিলাম এতক্ষণ,
কষ্ট করে খুললাম আখি,
তুমি এখনও ঘুমাও নাকি?
তাড়াতাড়ি উঠে পড়ো,
আমার উইশ গ্রহণ করো।।....
Good morning
❤❤❤❤❤❤❤❤❤
ভোরের আকাশ ডাকছে তোমায়
ডাকছে ভোরের পাখি
বলছে তোমায় জেগে ওঠো
খোলো দুটি আঁখি
ফুলের বাগান বলছে তোমার
বাড়িয়ে দুটি হাত
আমিও তোমায় বলছি তাই মিষ্টি
*সুপ্রভাত**
❤❤❤❤❤❤❤
সকাল বেলার সোনালী আলো
আজ মনটা অনেক ভালো
কিচির মিচির ডাকছে পাখি
খুলে দেখো দুটি আঁখি
শুভ হোক আজকের দিন
তোমায় জানাই..... good morning.....
❤❤❤❤❤❤❤❤❤❤
Bangla Good Morning sms
নীল আকাশে রোদের খেলা
ছোট্ট ফুলের পাপড়ি মেলা
সবুজ ঘাসে এগিয়ে চলা
কাটুক ভালো তোমার
সকাল বেলা....
""""Good morning""""
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
দুচোখ ভরা স্বপ্ন গুলো
রাখবো ধরে মুঠোয় ভরে
এক পা দু পা এগিয়ে যাবো
স্বপ গুলো সত্যি করে....
Good morning
❤❤❤❤❤❤❤
তপ্ত বেলা
ব্যাস্ত রোদের সাজে
ক্লান্ত শহর
মিথ্যে শ্রাবণ খোঁজে....
"good morning"
❤❤❤❤❤❤❤
সূর্য উঠুক বা না উঠুক
আই ডোন্ট কেয়ার
কারণ, তোমাকে সকালে শুভেচ্ছা
না জানানো পর্যন্ত
আমার দিন শুরু হয় না
""শুভ সকাল"" প্রিয়তমা
❤❤❤❤❤❤❤❤❤
0 Comments