Bangla Good Morning Message Friends, you can start your day with Bangla Good Morning Shayari this Bangla Good Night SMS and share it with your friends to say good morning and your boyfriend and girlfriend can say good morning to each other by sharing this SMS with us. And if you want to know more, go to Google and search Bangla Shuvo Sokal SMS And Photo. And search Bangla Love Sms From there you will get all the information
হাসি সুন্দর, হাসতে জানলে……..
কথা সুন্দর, বলতে জানলে……
মন সুন্দর, খুশি থাকলে…..
আর জীবন সুন্দর,
একজন ভালো বন্ধু থাকলে….
সুপ্রভাত
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
Bangla Good Morning Message
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
স্নিগ্ধ আলো রোজ সকালে
আছরে পরে নদীর তীরে
শুভ সকাল পৌছে দিলাম
তোমার হৃদয়ের মন্দিরে
শুভ সকাল
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
” মিষ্টি সকাল ঠান্ডা হাওয়া,
রোদের এবার আসা যাওয়া,
মধুর সকাল নরম আলো,
দিনটা তোমার কাটুক ভালো।
শুভ সকাল”
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
“সকাল হলো নয়ন খোলো,
ঘুমকে বল আড়ি….!
আমার এসএমএস পৌঁছে গেছে,
বন্ধু তোমার বাড়ি…..!
ফুলের গন্ধে ভরে উঠুক
তোমার সাজসকাল,
তাইতো তোমায় জানাই মিষ্টি শুভ সকাল….!
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
চোখ খুলে দেখো দিগন্ত তোমায় ডাকছে,
পাখিরা তোমার জন্য গান গাইছে,
সূর্যিমামার জানলার ফাঁকে আলো দিচ্ছে,
সবই তোমার জন্য প্রিয়তমা।
শুভ সকাল…….
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
শুভ সকাল শান্ত মন ,
তুমি বন্ধু আছো কেমন ,
রাত ফুরোলো ভোর হলো ,
আমি বন্ধু আছি ভালো ,
ভালো থেকো সারাটা দিন ….
তোমায় জানাই গুড মর্নিং……..!
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
Bangla good morning SMS photo
Read More
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
রাত গেল ভোর হলো ,
কারো মন এলোমেলো ,
কারো মন খুব ভালো ,
লাল সূর্য দেখা দিল ,
একটা কথা বলার ছিল ,
দিনটা তোমার কাটুক ভালো……
*গুড মর্নিং*
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
গাছের ডালে ডাকছে পাখি ,
ভোর হয়েছে খোলো আঁখি ,
নেমে এল সূর্যের আলো ,
কাটিয়ে দিয়ে রাতের কালো…..
*সুপ্রভাত*
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
জেগেছে পাখি গাইবে গান ,
নতুন দিনের আহবান ,
জেগেছে সুর্য দিবে আলো ,
দিনটা তোমার কাটুক ভালো ,
*সুপ্রভাত ***
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
ভোর হলো দোর খোলো ,
বন্ধু তুমি ওঠো রে ,
ওই দেখো তোমার মোবাইলে
এসএমএস টা এলো রে ,
তোলো মোবাইল খোলা চোখ
এসএমএসটা পড়ো রে ,
এসএমএসটা বলছে তোমায়
“শুভ সকাল” হলো রে……
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
মধুর চেয়ে মিষ্টি তুমি ,
হীরার চেয়ে দামী ।
প্রাণের চেয়ে প্রিয় তুমি ,
কেমনে ভুলি আমি ।
*শুভ সকাল*
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
চোখটা একটু খুলে দেখো ,
বলছি তোমায় ভালো থেকো।
ফুল সূর্যমামার মিষ্টি হাসি,
ফুল ফুটেছে রাশি রাশি ।
শুভ হোক আজকের দিন ,
বলছি তোমায় গুড মর্নিং…….
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
গাইছে গান ভোরের পাখি
সকাল-বিকাল তোমার কথাই মনে রাখি
কেটে গেল একটা রাত
সকালবেলায় জানাই সুপ্রভাত……
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
আজ আমার মনটা খুব ভালো আছে
কারণ তুমি এখন আছো আমার পাশে
এভাবেই থেকো পাশে , খেলবো সারা বিকাল
সূর্য উঠেছে তোমায় এখন জানাই শুভ সকাল…..
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
প্রেম মানে কাছে আসা
প্রেম মানেই ভালোবাসা
প্রেম মানেই চাওয়া পাওয়া
প্রেম মানেই দূরের পথে এগিয়ে যাওয়া
প্রেম মানে থাকবো ভালো
প্রেম মানেই ভোরের আলো
** সুপ্রভাত**
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
Bangla good morning kobita
শিশির ভেজা ঘাসের ওপর রোদের ঝিকিমিকি
ইচ্ছে করে সারাটা দিন তোমায় আমি দেখি
🌞 শুভ সকাল 🌞
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
ও হ্যালো , কেমন আছো খেয়েছো তুমি ভাত
সকাল বেলায় তোমায় আমি জানাই সুপ্রভাত
আমার এস এম এস পৌঁছে গেছে তোমার ওই বাড়ি
ম্যাসেজ টা পরে তুমি রিপ্লাই দিও তাড়াতারি…...
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
এই মন খোজে তোমায়
মন আকাশের নীলিমায়
আকাশে বাড়ি হাত
তোমায় জানাই ….🌞সুপ্রভাত 🌞
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
অতীত হলো তোমার শিক্ষা ,
বর্তমান হল তোমার উপহার
আর ভবিষ্যৎ হল তোমার প্রেরণা ।
🌞 শুভ সকাল 🌞
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
চাইছি এখন অঝোর ধারায়
বৃষ্টি নামুক জোরে ,
প্রাণে লাগুক শীতল বাতাস
উষ্ণতা যাক উড়ে ।
* সুপ্রভাত *
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞